ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁওয়ে ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
সোনারগাঁওয়ে ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা শিল্পনগরীর ঝাউচর এলাকায় শান ফেব্রিকস নামে একটি ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ, আদমজী, সোনারগাঁও এবং হাজীগঞ্জের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন নিয়ন্ত্রণে ৭ ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে পরে বলতে পারবো।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।