ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

জামালপুর: দেশের বৃহত্তর উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ করা হয়েছে। রোববার সকালে মেরামতের কাজের জন্য এ উৎপাদন বন্ধ করেছে কর্তৃপক্ষ।

কারখানা সূত্রে জানা যায়, ইউরিয়া সার উৎপাদন প্লান্টের একটি বয়লারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। এ কারণে মেরামতের জন্য কারখানা কর্তৃপক্ষের পূর্বঘোষণা অনুযায়ী  সকালে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকির হোসেন জানান, একটি বয়লারের মেরামত কাজের জন্য উৎপাদন বন্ধ রাখা হয়েছে। এ কাজ শেষ করতে ২০ থেকে ২২ দিন লাগতে পারে। তবে, এতে সারের কোনো সঙ্কট দেখা দেবে না। কারখানায় যথেষ্ট পরিমাণ সার মজুদ আছে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ২৭ মার্চ, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।