ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

কাউখালীতে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
কাউখালীতে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই ছবি: সংগৃহীত

পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে মো. জসিম উদ্দিন (৩০) নামে এক চালককে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে তার অটোরিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।  

বুধবার (৩০ মার্চ) দুপুরে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের কাছ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

তিনি উপজেলার সদর ইউনিয়নের কেন্দুয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের কাছে জসিমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।  

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, বিষয়টি শুনেছি। ওই যুবক সুস্থ হলে বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।