ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

সিসিটিভি ফুটেজে মাইশার ঘাতক কাভার্ডভ্যান শনাক্ত!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
সিসিটিভি ফুটেজে মাইশার ঘাতক কাভার্ডভ্যান শনাক্ত! নিহত শিক্ষার্থী মাইশা

ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোডে সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) শিক্ষার্থী মাইশা মমতাজ মিম নিহতের ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে একটি কাভার্ডভ্যান শনাক্ত করেছে পুলিশ। সেটি জব্দ করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে তারা।

মিম ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায় ওই ছাত্রী স্কুটার চালিয়ে যাওয়ার সময় পেছনে একটি কাভার্ডভ্যান ছিল। সেটি ওভারটেক করে যাওয়ার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ওই ছাত্রী মারা যায়।
তিনি আরও জানান,কুড়িল-বিশ্বরোড ফ্লাইওভার উপরেই এই দুর্ঘটনা  ঘটে। ঘটনার আগে ওই ছাত্রী খিলক্ষেত বাজার এলাকার দিয়ে কুড়িল ফ্লাইওভারে উপরে উঠে তিনশ ফিট রাস্তায় দিকে নামার আগেই সড়ক দুর্ঘটনায় মারা যায়।

>>> আরও পড়ুন: কুড়িল বিশ্বরোডে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ১ এপ্রিল, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।