ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

তুচ্ছ ঘটনা নিয়ে যশোরে ২ ভাই খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২২
তুচ্ছ ঘটনা নিয়ে যশোরে ২ ভাই খুন

যশোর: যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে আপন দুই ভাই খুন হয়েছেন।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টেঙ্গুরপুর গ্রামের আব্দুর রহমানের দুই ছেলে ইউনুস আলী খান (৬০) ও আইয়ুব আলী খান (৫৫)। তারা পেশায় কৃষিজীবী ছিলেন।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের বিপুল ও বিল্লালসহ তিন ভাই নিহতদের বাড়িতে শ্রমিকের কাজ করতেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ওই তিন ভাইসহ কয়েকজন মিলে তাদের ওপর হামলা চালায়। তখন তাদের কুড়ালের কোপে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষদের হামলায় কুড়ালের আঘাতে দুই ভাই খুন হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশ কাজ শুরু করেছে।

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০২২
ইউজি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ