ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে ইউপিডিএফ'র কালেক্টর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২২
রাঙামাটিতে ইউপিডিএফ'র কালেক্টর আটক

রাঙামাটি: রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের গুইছড়ি এলাকায় নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে প্রশান্ত তঞ্চঙ্গ্যা (৫২) নামে ইউপিডিএফ প্রসীত গ্রুফের এক কালেক্টরকে আটক করেছে।  

শুক্রবার (০৮ এপ্রিল) বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।

ওসি কবির হোসেন বলেন, শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা সদরের সাপছড়ি ইউনিয়নের গুইছড়ি এলাকায় থেকে প্রশান্ত তঞ্চঙ্গ্যাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দেশীয় পিস্তল, দুটি এমুনেশন, ওয়াকিটকি, দুটি চাঁদা আদায়ের রশীদ, দুটি মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র পাওয়া উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, এ ঘটনায় অবৈধ অস্ত্র রাখার দায়ে আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ