ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

মৌলভীবাজার ডিসির উদ্যোগে হাওরে ধান কাটা শুরু

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
মৌলভীবাজার ডিসির উদ্যোগে হাওরে ধান কাটা শুরু বোরো ধান কাটছেন মৌলভীবাজার ডিসি। ছবি বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের বরুনা এলাকায় ২০২১-২২ মৌসুমের বোরো ধান কাটার উৎসবের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে জমিতে ব্রি ধান-৫৮ কর্তন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসান।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী, মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা নিবাহী অফিসার মো. নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. সামসুদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন মুনালিসা সুইটি ও স্থানীয় কৃষক মো. ইউসুফ মিয়া।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫৬ হাজার ৮‘শ হেক্টর জমি। ধানের দাম ভালো পাওয়ায় এ বছর বোরো আবাদ বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৭‘শ ৫০ হেক্টর জমি। জেলার বিভিন্ন এলাকায় ধান পাকতে শুরু করেছে। ঝড়, শিলা বৃষ্টি ও পাহাড়ি ঢল আসার আগে ধান কাটার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
বিবিবি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।