ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

নাসিরনগরে কুকুরের আক্রমণে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
নাসিরনগরে কুকুরের আক্রমণে নারীর মৃত্যু সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একদল কুকুরের আক্রমণে রহিমা খাতুন (৫০) এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) সকালের দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতোকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রহিমা ওই উপজেলার ধরমণ্ডল গ্রামের মৃত সাবেদ আলীর মেয়ে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আশরাফ বাংলানিউজকে বলেন, রহিমা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জেনেছি। রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে পাশের আতোকুড়া গ্রামে যান তিনি। পথে পাঁচ-সাতটি কুকুর তাকে ধাওয়া করে এবং কামড়ে জখম করে। এতে ঘটনাস্থলেই রহিমার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।