ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোয়ালে আগুন, প্রতিবন্ধী কৃষকের ৩ গরু পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, মে ১৯, ২০২৪
গোয়ালে আগুন, প্রতিবন্ধী কৃষকের ৩ গরু পুড়ে ছাই

গোপালগঞ্জ: গোপালগঞ্জে গোয়ালে আগুন লেগে প্রতিবন্ধী প্রফুল্ল বিশ্বাসের তিনটি গরু পুড়ে ছাই হয়েছে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে তার।

শনিবার (১৮ মে) ভোর রাতে গোপালগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রনি হোসেন কালু জানান, শনিবার ভোরে গোয়ালে মশার কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  আগুন নেভানোর আগেই ঘরে থাকা তিনটি গরু পুড়ে মারা যায়।  

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রনি হোসেন কালু বলেন, গরুর দুধ বিক্রি করে চলতেন প্রতিবন্ধী পরিবারটি। আগুনে তাদের আর্থিক ক্ষতি হয়ে গেল।  

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মে ১৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।