ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, মে ১৯, ২০২৪
মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন শিক্ষার্থী

ফেনী: মাঠ থেকে গরু আনতে গিয়ে ফেনীর ছাগলনাইয়ায় বজ্রপাতে মাহাদী হাসান নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

রোববার (১৯ মে) দুপুর ২টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত মাহাদী ওই গ্রামের মজুমদার বাড়ির আতিকুর রহমান মজুমদারের ছেলে। তিনি এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে স্নাতক ভর্তিচ্ছু রয়েছেন।  

রাধানগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহতাব উদ্দিন মজুমদার বলেন, দুপুরের দিকে আকাশ মেঘলা থাকায় মাহাদী গরু আনতে বাড়ির পাশে মাঠে যায়। এসময় হঠাৎ বজ্রপাতে সে মাটিতে লুটে পড়ে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম বজ্রপাতে এক শিক্ষার্থী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মে ১৯, ২০২৪
এসএইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।