ঢাকা, মঙ্গলবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৫ জুন ২০২৪, ১৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

ফ্যান ছিঁড়ে মরে গেল ২ শিশু, মা হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
ফ্যান ছিঁড়ে মরে গেল ২ শিশু, মা হাসপাতালে

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভুঞাপুরে সিলিং ফ্যান ছিঁড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।  এতে আহত হয়েছেন শিশু দু’টির মা।

রোববার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভুঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পুনর্বাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত শিশুরা হলো সা‌জিম (৬) ও তার চার মাস বয়সী ভাই সা‌নি। তারা উপ‌জেলা নিকরাইল ইউ‌নিয়‌নের এক নম্বর পূর্নবাস‌ন এলাকার  ইউসুফের ছে‌লে।  

নিহত শিশু‌দের মা সা‌হিদা বেগমকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। বিস্তারিত পরে জানাবেন।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।