ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
কিশোরগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি মো. টিটুকে (৪২) আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

আটক আসামি মো. টিটু কিশোরগঞ্জ সদর উপজেলার পাঁচধা (আইজবাড়ী) এলাকার ইসলামের ছেলে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি মো. টিটু (৪২) তার সাজা থেকে বাঁচতে ছদ্দবেশ ধারণ করে দীর্ঘ ৯ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি গ্রেফতার এড়াতে ঢাকার মিরপুর, উত্তরখান এলাকাসহ বিভিন্ন এলাকায় ভ্যানে করে কাপড় ও সবজি বিক্রি করে আত্মগোপন করে থাকতেন। গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামি মো. টিটুর অবস্থান শনাক্ত করে র‌্যাব। এরপর বুধবার (২৭ এপ্রিল) দিনগত মধ্য রাতে ঢাকার উত্তরখান এলাকায় র‌্যাব অভিযান পরিচালনা করে আসামি মো. টিটুকে আটক করে।  

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, অভিযানে আটকের পর আসামি মো. টিটুর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।