ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অ্যাডভোকেট শাহজাহানের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, মে ২, ২০২২
অ্যাডভোকেট শাহজাহানের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: বীর মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২ মে) আলাদা শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, মিঠামইনের সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবে স্থানীয় উন্নয়নের কামরুল আহসানের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। স্থানীয় উন্নয়ন ও মহান মুক্তিযুদ্ধে তার বিরত্বপূর্ণ অবদান জনগণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে কিশোরগঞ্জের রাজনীতিতে এক শূন্যতার সৃষ্টি হলো যা কখনোই পূরণ হওয়ার নয়।

অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান সোমবার (২ মে) ভোর ৪টা ২০ মিনিটে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী ৬ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মে ০২, ২০২২
এমইউএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।