ঢাকা, রবিবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ট্রেনের ৭ ও ৮ মের ফিরতি টিকিট বিক্রি হচ্ছে আজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মে ৪, ২০২২
ট্রেনের ৭ ও ৮ মের ফিরতি টিকিট বিক্রি হচ্ছে আজ

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর শেষে রাজধানী ঢাকায় আসতে চাওয়া যাত্রীদের জন্য ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে।

বুধবার (৪ মে) সকাল ৮টা থেকে ৭ ও ৮ মের টিকিট বিক্রি হচ্ছে।

যে স্টেশন থেকে যাত্রীরা যাত্রা করবেন, সেই স্টেশনেই টিকিট পাওয়া যাবে।

এর আগে ১ মে থেকে রেলপথে ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হয়। এবার ঈদের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি ও অন্যান্য ছুটি মিলিয়ে বেশ লম্বা ছুটিই পেয়েছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। ফলে গত বৃহস্পতিবার শেষ কর্ম দিবসে অনেকেই ঈদ করতে দেশের বিভিন্ন গন্তব্যে রওনা হন রেলপথে।

কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের ঈদযাত্রায় প্রতিদিন ৫৩ হাজার যাত্রী ট্রেনে রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছে। এর মধ্যে শুধু আন্তঃনগর ট্রেনে আসন ছিল ২৭ হাজারের বেশি।

কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, দেশের যে স্টেশন থেকে ঢাকা অভিমুখে যাত্রা হবে, যেখান থেকেই ফিরতি টিকিট পাওয়া যাবে। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও ফিরতি টিকিট কেনা যাচ্ছে।

এ সময় ৭ ও ৮ মের ফিরতি টিকিট কেনার জন্য যাত্রীদের চাপ কম বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মে ০৪, ২০২২
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।