ফরিদপুর: ফরিদপুরে বিয়ের অনুষ্ঠানে এসে পুকুরের পানিতে ডুবে হোসাইন মিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ মে) সকালে ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শফিউদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, শুক্রবার (১৩ মে) বিকেলে জেলা সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের মিলন পালের ডাঙ্গী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু হোসাইন মাগুরা জেলা সদরের বাচ্চু মিয়ার ছেলে। তার মায়ের সঙ্গে ফরিদপুরে বিয়ের অনুষ্ঠানে বেড়াতে এসেছিল সে।
হোসাইনের পরিবার জানায়, শুক্রবার বিকেলে সবাই যখন বিয়ের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, এসময় সবার অজান্তে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মারা যায় সে।
বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, মে ১৪, ২০২২
এনএইচআর