ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

চিরিরবন্দরে মাটির দেয়াল চাপায় প্রাণ গেল নারীর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মে ১৪, ২০২২
চিরিরবন্দরে মাটির দেয়াল চাপায় প্রাণ গেল নারীর 

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে মাটির দেয়াল চাপা পড়ে সামসুন নাহার (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  

শনিবার (১৪ মে) সকাল ৬টায় উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সামসুন নাহার ওই গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।  

স্থানীয়দের বরাত দিয়ে ভিয়াইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান জানান, শুক্রবার দিনাজপুরে সারাদিন বৃষ্টি হওয়ায় ওই নারীর বাসার টিউবওয়েল পাড়ের মাটির দেয়াল পানিতে ভিজে নরম হয়ে যায়। শনিবার সকাল ৬টার দিকে থালা বাসন ধুতে টিউবওয়েল পাড়ে যান তিনি। এসময় দেয়ালটি ভেঙে তার ওপর পড়ে যায়। এতে  গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) বজলুর রশিদ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মে ১৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।