ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আমিরাতের প্রেসিডেন্টের প্রতি ড. মোমেনের শ্রদ্ধা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, মে ১৫, ২০২২
আমিরাতের প্রেসিডেন্টের প্রতি ড. মোমেনের শ্রদ্ধা

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি এবং আবুধাবির শাসক শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার (১৫ মে) আবুধাবিতে আমিরাতের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নেন। একই সঙ্গে আবুধাবির নতুন শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে অভিনন্দন জানিয়েছেন।

প্রসঙ্গত, শুক্রবার ৭৩ বছর বয়সে মারা যান আবুধাবির শাসক খলিফা বিন জায়েদ। তার মৃত্যুতে সে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, মে ১৫, ২০২২
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।