ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সোনারগাঁ পৌরসভা পরিষদ বিলুপ্ত, প্রশাসক নিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, মে ১৬, ২০২২
সোনারগাঁ পৌরসভা পরিষদ বিলুপ্ত, প্রশাসক নিয়োগ

নারায়ণগঞ্জ: পাঁচ বছর মেয়াদ শেষ হবার ১৫ মাস পর নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একইসঙ্গে পৌরসভা পরিষদ বিলুপ্ত করা হয়েছে।

সোমবার (১৬ মে) সকালে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনের চিঠি পৌরসভা কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছায়। সোনারগাঁ পৌরসভার প্রশাসকের দায়িত্ব পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহী।

সোনারগাঁ পৌরসভার সচিব শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নারায়ণগঞ্জের ‘খ’ শ্রেণির সোনারগাঁ পৌর পরিষদের মেয়াদোত্তীর্ণ হওয়ায় এ পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ পৌরসভায় প্রশাসক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হলো।

পৌর এলাকায় ছোট শিলমান্দি ও মল্লিকেরপাড়া মৌজার কিছু সম্পত্তি স্থানীয় মোগরাপাড়া ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়ার কারণে আইনি জটিলতার সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান থাকায় নির্ধারিত সময়ে এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি বর্তমান মেয়র সাদেকুর রহমান এবং নয়টি সাধারণ ওয়ার্ড ও তিনটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলরদের পাঁচ বছরের মেয়াদ শেষ হয়েছিল।

এ বিষয়ে সোনারগাঁ পৌরসভার সচিব শামসুল আলম বলেন, পৌরসভায় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনের চিঠি সকালে আমরা পেয়েছি। দুই-এক দিনের মধ্যে বর্তমান পৌর পরিষদ বিলুপ্ত ঘোষণা করে সরকারের নিয়োগকৃত প্রশাসকের কাছে পৌরসভার মেয়র সাদেকুর রহমান দায়িত্ব বুঝিয়ে দেবেন।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মে ১৬, ২০২২
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ