ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

উত্তরায় বাসের ধাক্কায় স্কুটি চালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মে ১৭, ২০২২
উত্তরায় বাসের ধাক্কায় স্কুটি চালক নিহত

ঢাকা: রাজধানীর উত্তরায় স্টার লাইন বাসের ধাক্কায় লোকমান হোসেন শরীফ (৪৬) নামে এক স্কুটি চালক মারা গেছেন।

মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে জসিমউদ্দিন রোড পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান।

শরীফ একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। স্ত্রী ও তিন সন্তান নিয়ে উত্তরখান মাদারবাড়ি এলাকায় থাকতেন।

এসআই আব্দুর রহমান বলেন, সকালে স্কুটি চালানোর সময় স্টার লাইন বাসের ধাক্কায় আহত হন শরীফ। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন। অপরদিকে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মে ১৭, ২০২২
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।