ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

মেহেরপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, মে ১৭, ২০২২
মেহেরপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ কবির উদ্দীন

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কবির উদ্দীনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) সকালে বাংলাদেশ নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান এ আদেশ দেন।

তবে স্ট্যান্ড রিলিজের কারণ জানা যায়নি।

তিনি বলেন, নির্বাচন কর্মকর্তা কবির উদ্দীনকে কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং মিরপুরের নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তীকে মেহেরপুর সদরে নির্বাচন কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন কমিশন সচিবলায়ের আওতাধীন মাঠ পর্যায়ের নিম্নলিখিত কর্মকর্তাদের পদায়ন করা হলো।

জানা যায়, আগামী ১৫ জুন মেহেরপুর পৌরসভা নির্বাচনে কবির উদ্দীন সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ১৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।