ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাখির বাচ্চা আনতে যাওয়াই কাল হলো শিশু মামুনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মে ১৯, ২০২২
পাখির বাচ্চা আনতে যাওয়াই কাল হলো শিশু মামুনের

নেত্রকোনা: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার পালইকান্দা হাওরের হিজল গাছে পাখির বাসা থেকে বাচ্চা আনতে গিয়ে হাওরের মরা নদীতে ডুবে আল মামুন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে ঘটে এ ঘটনা।

নিহত মামুন খালিয়াজুরী সদর ইউনিয়নের ছোট হাটি গ্রামের মো. অনি মিয়ার ছেলে।

খালিয়াজুরী সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আবু ইছহাক ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল মামুন অন্য শিশুদের সঙ্গে পালইকান্দা হাওরের হিজল গাছে পাখির বাসা থেকে বাচ্চা আনতে যায়। এরপর সে অন্যদের সঙ্গে স্থানীয় মরা নদীতে সাঁতারে নামে। এসময় মাঝনদীতে পৌঁছালে ক্লান্ত হয়ে স্রোতের তোড়ে সে পানিতে ডুবে যায়।

পরে আশেপাশের লোকজন এসে ওই শিশুকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মো. রেজাউল করিম আল মামুনকে মৃত ঘোষণা করেন।


খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় ও পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে শিশুটির মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ১৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ