ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে নিখোঁজ সেই শ্রমিকের লাশ পাওয়া গেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, মে ২১, ২০২২
ফরিদপুরে নিখোঁজ সেই শ্রমিকের লাশ পাওয়া গেছে

ফরিদপুর: ফরিদপুরে বাঁধ ধসে খালের পানিতে পড়ে বিল্লাল হোসেন শেখ (৪৫) নামে এক শ্রমিক নিখোঁজ হওয়ার একদিন পর তার মরদেহটি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ মে) বিকেল ৩টার দিকে জেলা সদরের ধলারমোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফরিদপুরের নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস. আই) রুহুল আমিন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিল্লাল জেলা সদরের পালডাঙ্গী এলাকার বাসিন্দা। তিনি ইট ভাটার ট্রলারের শ্রমিক হিসেবে কাজ করতেন।

জানা যায়, শুক্রবার (২০ মে) ভোর পাঁচটার দিকে ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের পদ্মা নদী সংলগ্ন মদনখালী খালে নিখোঁজ হন বিল্লাল। শুক্রবার রাত ১০টা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে আজ (শনিবার) ঢাকা থেকে আসা ডুবুরি দল সকাল থেকে কাজ শুরু করে। অতঃপর বিকাল ৩ টার দিকে তার মরদেহটি পাওয়া যায়।

ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ জলিল বাংলানিউজকে বলেন, নিখোঁজ শ্রমিকের মরদেহটি পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মে ২১, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ