ঢাকা, শুক্রবার, ৭ আষাঢ় ১৪৩১, ২১ জুন ২০২৪, ১৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

নবাবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপে শোল্লা ইউনিয়ন চ্যাম্পিয়ন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, মে ২৯, ২০২২
নবাবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপে শোল্লা ইউনিয়ন চ্যাম্পিয়ন

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক অনুর্ধ্ব ১৭-তে শোল্লা ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।  

রোববার (২৯ মে) বিকেল ৪টায় নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে কৈলাইল ইউনিয়ন বনাম শোল্লা ইউনিয়নের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

 

খেলার নির্ধারিত সময়ে উভয় পক্ষে গোল করতে না পারলে টাইব্রেকার হয়। টাইব্রেকারে কৈলাইল ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় শোল্লা ইউনিয়ন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন ঢাকা জেলার ডেপুটি কমিশনার (ডিসি) মো. শহিদুল ইসলাম।  

এসময় উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম সালাউদ্দিন মনজু, সহকারী কমিশনার (ভূমি) অরুণ কৃষ্ণ পাল, উপজেলা নারী ভাইস চেয়াম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেনসহ অনেকে।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মে ২৯, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।