ঢাকা, রবিবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে আম ক্রয়-বিক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, মে ৩১, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে আম ক্রয়-বিক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ: চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় আম ক্রয় বিক্রয়ের উদ্বোধন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিব খান।  

সোমবার (৩০ মে) বিকেলে জেলার শিবগঞ্জ বঙ্গবন্ধু ম্যাঙ্গো লাইভ মিউজিয়ামে আম পাড়ার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এ সময় এক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের জানান, আম চাষিদের স্বার্থে এ বছর আম পাড়ার সময়সীমা নির্ধারণ না করা হলেও এ সুযোগ কাজে লাগিয়ে কোনোভাবেই কোনো অসাধু চাষি বা ব্যবসায়ী অপরিপক্ব আম পাড়তে পারবে না। এ ধরনের কাজ করলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের স্ত্রী ফারজানা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) জাকিউল ইসলাম, শিবগঞ্জ আম আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক টিপুসহ আম চাষি, ব্যবসায়ীসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিগণ।

এর আগে শুক্রবার (২৭ মে) সকালে জেলার ভোলাহাট আম ফাউন্ডেশনে উপজেলার আম ক্রয়-বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, মে ৩১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।