ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

থানচিতে ট্রাক খাদে পড়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, জুন ২১, ২০২৪
থানচিতে ট্রাক খাদে পড়ে নিহত ১

বান্দরবান: বান্দরবানের থানচি সড়কে টাইলসবাহী একটি ট্রাক খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

 

শুক্রবার (২১ জুন) রাত সাড়ে ৮টার দিকে থানচি উপজেলার জীবন নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি দুর্গম ও নেটওয়ার্ক বিহীন হওয়ায় এখনও হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বান্দরবান থেকে থানচি যাওয়ার পথে টাইলসবাহী একটি বিআরটিসি ট্রাক জীবন নগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দুই হাজার ফুট গভীর খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা একজন ঘটনাস্থলে নিহত ও চারজন হন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়।

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী জানান, টাইলস নিয়ে বান্দরবান থেকে থানচি যাওয়ার পথে জীবন নগর এলাকায় বিআরটিসির একটি ট্রাক গভীর খাদে পড়ে একজন নিহত ও চারজন আহত হন। আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।    

বাংলাদেশ সময়: ২৩৪১ ঘণ্টা, ২১, ২০২৪
আরবি   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।