ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভারতে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, মে ৩১, ২০২২
ভারতে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক ১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আহসান হাবীব নামে এক বাংলাদেশীকে আটক করেছে বিজিবি।

সোমবার (৩০ মে) সন্ধ্যায় তাকে ওই সীমান্ত থেকে আটক করা হয়।

আটক হাবিব একই এলাকার মৃত মাইনুল ইসলামের ছেলে।

১৬ বিজিবির রোকনপুর বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. আমিনুর রহমান জানান, সীমান্তে টহল দেওয়ার সময় শ্যালো ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল হাবিব। এসময় সীমান্ত পিলার নং ২১৯/৮৯ আরের ৫০০ গজ অভ্যন্তরে সুখডোবা বিল থেকে তাকে আটক করা হয়। সেখানে তার সঙ্গে থাকা একটি নৌকা, একটি শ্যালো ইঞ্জিন, দুই মণ ধান ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক ব্যক্তিকে রাতে গোমস্তাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস ঘটনাটি নিশ্চিত করে জানান, বিজিবি বাদী হয়ে গোমস্তাপুর থানায় রাতেই একটি মামলা দায়ের করেছে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মে ৩১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।