ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জুন ১, ২০২২
চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে রুবিয়া খাতুন (৬২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
 
বুধবার (০১ জুন) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে সকাল ৮টার দিকে সদর উপজেলার দোস্ত গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবিয়া খাতুন ওই গ্রামের ফজলু মিয়ার স্ত্রী।  

স্থানীয়রা জানান, সকালে বাড়ির ছাদে ধান শুকাচ্ছিলেন রুবিয়া খাতুন। এসময় অসাবধানতাবসত ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। এতে গুরুতর আহত হন রুবিয়া। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর জানান, ওই ঘটনায় দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ০১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।