ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

রামগতিতে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জুন ১৪, ২০২২
রামগতিতে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু ফাইল ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে বজ্রপাতে কালু মাঝি (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৫ জুন) দুপুর আড়াইটার দিকে ওই উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সোনালি গ্রামে এ ঘটনা ঘটে।

কালু মাঝি একই গ্রামের বাসিন্দা।  

আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুর রশিদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।  

তিনি জানান, দুপুরে বৃষ্টির মধ্যে নিজ বাড়ির পাশের একটি খালে জাল দিয়ে মাছ ধরতে যান কালু মাঝি। মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।