ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

কমলগঞ্জে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, জুন ১৪, ২০২২
কমলগঞ্জে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু ফাইল ছবি

মৌলভীবাজার: কমলগঞ্জে বজ্রপাতে এক চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুই জন ।

মঙ্গলবার (১৪ জুন) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম গোবিন্দ মাঝি (২০)। তিনি রহিমপুর ইউনিয়নের মৃর্ত্তিঙ্গা চা বাগানের বিজয় মাঝির ছেলে।

অপরদিকে বেলা সোয়া ৩টার দিকে আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রামে বজ্রপাতে মা ও মেয়ে আহত হয়েছেন। আহতরা হলেন- সুলতানা বেগম (৪৫) ও মুনতা বেগম (১২)। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বজ্রপাতে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাকৃতিক দুর্ঘটনা হওয়ায় মরদেহের ময়নাতদন্ত করা হয়নি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি মৌলভীবাজার জেলা প্রশাসককে জানানো হয়েছে। আশা করি সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, ১৪ জুন, ২০২২
বিবিবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।