ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

শেরপুরে সড়ক দুর্ঘটনায় বি‌জিবি সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জুন ১৬, ২০২২
শেরপুরে সড়ক দুর্ঘটনায় বি‌জিবি সদস্য নিহত

শেরপুর: শেরপু‌রে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারি‌য়ে উল্টে ইউসূফ জামিল (২৬) না‌মে বর্ডার হার্ড বাংলাদেশের (বি‌জি‌বি) এক সদস‌্য নিহত হ‌য়ে‌ছেন।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরের দিকে জেলা সদর উপ‌জেলার আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইউসূফ জা‌মিল ওই উপজেলার হালগড়া চর বড়ইগা‌ছি এলাকার খলিলুর রহমা‌নে ছেলে।

জানা যায়, বি‌জি‌বির সিপাহী প‌দে কর্মরত ছি‌লেন ইউসূফ জা‌মিল। গত ১২ জুন ১২ দি‌নের ছু‌টি নি‌য়ে গ্রামের বা‌ড়িতে আসেন তিনি। বৃহস্পতিবার সকালে মোটরসাই‌কেল‌যো‌গে শেরপুর শহরে আসেন তি‌নি। প‌রে কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে সদরের আমতলা বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারি‌য়ে দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ব‌ন্দে আলী বিষয়টি নিশ্চিত বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ১৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ