ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে বন্যার পানিতে কিশোর নিখোঁজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, জুন ১৭, ২০২২
সিলেটে বন্যার পানিতে কিশোর নিখোঁজ

সিলেট: সিলেটে বন্যার পানিতে আব্দুল হাদি (১৭) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের নলকট গ্রামে এ ঘটনা ঘটলেও কয়েক ঘণ্টায় কিশোরের কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজ আব্দুল হাদি ওই গ্রামের প্রবাসী কাছা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বন্যার পানির তীব্র স্রোতে পড়ে তলিয়ে গিয়ে ওই কিশোর নিখোঁজ হন। তাৎক্ষণিক স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। তবে সন্ধ্যার পর ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গেলেও সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার অভিযানে নামতে পারেনি।

সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক সাংবাদিক অলিউর রহমান বলেন, রাতেও ওই কিশোরের কোনো খোঁজ মিলেনি। তাকে উদ্ধারে স্থানীয়রা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নামজুল হুদা খান বলেন, স্থানীয়দের মাধ্যমে কিশোর নিখোঁজের ঘটনাটি জানতে পেরেছি। তবে থানা এলাকাও বন্যায় প্লাবিত। রাস্তাঘাট ডুবে গেছে। কোনো দিকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। তারপরও এ বিষয়ে খোঁজ নিচ্ছি।

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, জুন ১৭, ২০২২
এন্ইউ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।