ঢাকা, সোমবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ মে ২০২৪, ১৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

শরীয়তপুরে পদ্মায় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জুন ২০, ২০২২
শরীয়তপুরে পদ্মায় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

শরীয়তপুর: শরীয়তপুর জেলায় গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ১৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  

সোমবার (২০ জুন) দুপুরে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল ৯টা থেকে সুরেশ্বর পয়েন্টে রাডার স্কেলে পদ্মার পানি বইছে ৪ দশমিক ৬১ মিটার ওপর দিয়ে। এই পয়েন্টে ৪ দশমিক ৪৫ মিটার বিপৎসীমা নির্ধারণ করা আছে।

তিনি আরও জানান, এক সপ্তাহ ধরে অস্বাভাবিকভাবে পদ্মায় পানি বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে পানি বইছে ৪ দশমিক ৬১ মিটারে। পানি বাড়ার ফলে শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলার নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু গ্রামে নদীর পানি প্রবেশ করেছে। এছাড়া নিম্নাঞ্চলে থাকা কৃষিজমিতেও পানি ঢুকে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড বন্যার যাবতীয় তথ্য সংগ্রহ করতে কাজ শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুন ২০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।