ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পদ্মা সেতুর মঞ্চে কিশোরগঞ্জের চন্দ্রাবতীর পালা পরিবেশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, জুন ২৬, ২০২২
পদ্মা সেতুর মঞ্চে কিশোরগঞ্জের চন্দ্রাবতীর পালা পরিবেশন

কিশোরগঞ্জ: পদ্মা সেতুর মঞ্চে কিশোরগঞ্জের মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রথম নারী কবি চন্দ্রাবতীর পালা পরিবেশন করা হয়েছে।  

শনিবার (২৫ জুন) রাতে চন্দ্রাবতীর পালা অভিনয়ে অংশ নেন কিশোরগঞ্জের শিল্পীরা।

 

এর আগে শনিবার (২৫ জুন) সকালে একটি সাংস্কৃতিক প্রতিনিধিদল কিশোরগঞ্জ থেকে রওনা হয়ে দুপুরে পদ্মা সেতুর অনুষ্ঠানের গন্তব্যস্থলে পৌঁছান।

সাংস্কৃতিক প্রতিনিধিদলের নেতৃত্বে দেন কিশোরগঞ্জ মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি হারুন আল রশিদ, চর্যাপদ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আব্দুল ওয়াহাব, নাট্যকর্মী আবু জাবিদ ভূঁইয়া সোহেল, নৃত্যাঙ্গন একাডেমির সুব্রত দে টুনটুন ও তুলি ঘোষ।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জুন ২৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।