ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্যামনগরে নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জুন ২৮, ২০২২
শ্যামনগরে নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরের মাদার নদীতে মাছ ধরতে গিয়ে কেরামত গাজী (৪২) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুন) সকাল ৭টার দিকে নদীতে আটকে যাওয়া বড়শি ছাড়াতে গিয়ে তিনি ভেসে যান।

কেরামত গাজী উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের মৃত মুনছুর গাজীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে কেরামত গাজী স্ত্রীকে নিয়ে মাদার নদীতে দন বড়শি দিয়ে মাছ ধরতে যান। এ সময় নদীতে কোনো কিছুর সঙ্গে বড়শি আটকে যায়। পরে আটকে যাওয়া বড়শি ছুটাতে গ‌িয়ে তিনি নদীতে পড়ে ভেসে যান। তারপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বিষয়ট‌ি নিশ্চিত করে বলেন, নদীতে মাছ ধরতে গিয়ে একজন নিখোঁজ হয়েছেন। তাকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জুন ২৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।