ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেত্রকোনায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে খাদ্য সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, জুন ২৮, ২০২২
নেত্রকোনায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে খাদ্য সহায়তা

নেত্রকোনা: নেত্রকোনায় বন্যাকবলিত প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) সকালে কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ৫০ জন প্রতিবন্ধী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শুকনো খাবার প্যাকেট বিতরণ করা হয়।

এ সময় তাদের হাতে প্যাকেটগুলো তুলে দেন নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কামরুন্নেছা আশরাফ দীনা।  

এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন, প্রতিবন্ধী সেবা কেন্দ্রের পরিচালক সঞ্জিব চক্রবর্তী, সাংবাদিক শ্যামলেন্দু পাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর সেনসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জুন ২৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।