ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

অধ্যক্ষকে লাঞ্চিতের ঘটনায় অন্যতম আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩১, জুন ৩০, ২০২২
অধ্যক্ষকে লাঞ্চিতের ঘটনায় অন্যতম আসামি গ্রেফতার

নড়াইল: নড়াইলে শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনার অন্যতম আসামি রহমতউল্লাহ বিশ্বাস রনিকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুন) রাত ৯টার দিকে তাকে খুলনা থেকে গ্রেফতার করে নড়াইল জেলা পুলিশের একটি টিম।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়।

গ্রেফতার রনি নড়াইল সদর থানার রুখালি গ্রামের মৃত জাবের আলী বিশ্বাসের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বাংলানিউজকে জানান, ভিডিও অ্যানালাইসিস করে দেখা গেছে রনি খুব কাছে থেকে মালা পরাতে সহায়তা করেছেন। এ কারণে তাকে অন্যতম আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, এর আগে গ্রেফতার হওয়া তিনজনকে বুধবার আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৩ জুলাই শুনানির দিন ধার্য্য করেছেন আদালত।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুন ৩০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।