ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ার ‘রাজাবাবু’ এখন গাবতলীতে, দাম ১৫ লাখ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জুলাই ৪, ২০২২
কুষ্টিয়ার ‘রাজাবাবু’ এখন গাবতলীতে, দাম ১৫ লাখ ছবি: জিএম মুজিবুর

গাবতলী থেকে: কুষ্টিয়ার মেহেরপুর থেকে গাবতলীর হাটে এসেছে রাজাবাবু। অস্ট্রেলিয়ান ফ্রিজিয়াম জাতের গরুটির ওজন ৩০ মন।

দাম হাঁকানো হয়েছে ১৫ লাখ টাকা।

সোমবার (৪ জুলাই) দুপুরে গাবতলী পশুর হাটে সরজমিনে গিয়ে গরুটি দেখা যায়।

রাজাবাবুর মালিক মো. আশরাফুল বলেন, ২ জুলাই গাবতলীর হাটে কুষ্টিয়ার মেহেরপুর থেকে এনেছি রাজাবাবুকে। দাম চাচ্ছি ১৫ লাখ টাকা। এখন পর্যন্ত বিক্রির মতন কোন দাম বলেনি।  

গরুটি কিভাবে লালন পালন করেছেন জানতে চাইলে তিনি বলেন, গরুটির বয়স সাড়ে তিন বছর। আমার স্ত্রী ও ভাইয়ের বউ মিলে রাজাবাবুকে লালন পালন করেছেন। গরুটি পালতে মেলা খরচ হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৬ লাখ টাকার মতন খরচ হয়ে গেছে রাজাবাবুর পিছনে।  

কি খাওয়ানো হতো জানতে চাইলে তিনি বলেন, ৩০ মন ওজনের রাজাবাবুকে গম, ধান, খুইল ,ভুট্টা  ও ছোলার মিকচার খাওয়ানো হতো প্রতি বেলায়। মিকচারটি তৈরি করা হতো এক কেজির। তিন বেলায় তিন কেজি করে খাওয়ানো হতো। একটি ঘরের মধ্যে দুটি সিলিং ফ্যান দিয়ে রাজাবাবুকে রাখা হতো। এছাড়া প্রতিদিন তিনবার করে গোসল করানো হতো।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০২২
এমএমআই/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।