ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় শিক্ষানবিশ আইনজীবী খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, জুলাই ৮, ২০২২
নেত্রকোনায় শিক্ষানবিশ আইনজীবী খুন

নেত্রকোনা: নেত্রকোনার মদন উপজেলায় হাফিজুল হক চৌধুরী উজ্জ্বল (৩৪) নামে এক শিক্ষানবিশ আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন।  

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে উপজেলা ফতেপুর ইউনিয়নের ছালাকান্দা গ্রামে তাকে হত্যা করা হয়।

নিহত হাফিজুল হক চৌধুরী ছালাকান্দা গ্রামের এমদাদুল হক চৌধুরীর (ফুল মিয়া) ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এমদাদুল হক চৌধুরীর লোকজনের সঙ্গে প্রতিবেশী সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ফারুক মিয়ার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উভয়পক্ষের পাঁচটি মামলাও চলছে। বৃহস্পতিবার দুপুরে ফারুক মিয়ার বাড়ির সামনে এমদাদুল হকের ছেলে হাফিজুলকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন ফারুক মিয়ার লোকজন। এসময় হাফিজুলের চিৎকারে স্থানীয় লোকজন এসে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা তৌহিদ চৌধুরী জানান, হাফিজুল কয়েকদিন আগে এলএলবি সম্পন্ন করেছেন। সনদ পেতে দেরি হওয়ায় বাড়িতে চলে আসেন। বৃহস্পতিবার দুপুরে ফারুক মিয়ার বাড়ির সামনে যেতেই তাদের লোকজন হাফিজুলকে কুপিয়ে হত্যা করেন।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার এ কে এম রিফাত সাঈদ বলেন, হাসাপতালে নিয়ে আসার আগেই হাফিজুল মারা গেছেন। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।