ঢাকা, মঙ্গলবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৫ জুন ২০২৪, ১৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

সিলেটে নিজ অফিসে আশা’র কর্মকর্তাকে কুপিয়ে হত্যা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
সিলেটে নিজ অফিসে আশা’র কর্মকর্তাকে কুপিয়ে হত্যা 

সিলেট: সিলেটে নিজ অফিসে আবুল কাশেম (৪৮) নামের আশা’র এক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৭ জুলাই) দুপুরে ফেঞ্চুগঞ্জ সার কারখানা পুরানবাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

 নিহত আবুল কাশেম উপজেলার মাইজগাও ইউনিয়নের অন্তর্গত পুরানবাজার নিজামপুর আশা ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।  

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড ডিএসবি) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, অজ্ঞাত কারণে বাবুর্চি ফজল মিয়া (৩৬) দা দিয়ে আবুল কাশেমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। হত্যাকারী ফজল জকিগঞ্জ উপজেলার পীরের চক এলাকার শরীফ উদ্দিনের ছেলে। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।  

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়াত হোসেন বলেন, খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছেন। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।