ঢাকা, মঙ্গলবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৫ জুন ২০২৪, ১৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

বগুড়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধে যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
বগুড়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধে যুবক খুন

বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে মামুন হোসেন (২৪) নামে এক যুবককে খুন করা হয়েছে।  

রোববার (১৭ জুলাই) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মামুন উপজেলার টিওরপাড়ার মৃত আব্দুর রাজ্জাক ওরফে গামার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৬ জুলাই) বিকেলে গ্রামের ধান ক্ষেতে ফুটবল খেলা নিয়ে দুই গ্রুপের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। পরে সেখানেই বিরোধ নিষ্পত্তি হয়ে যায়। রাত পৌঁনে ১০টার দিকে মামুন গ্রামের একটি মুদি দোকানে বসেছিল। সে সময় হোসেনপুর গ্রামের খোকন নামে এক যুবক জিআই পাইপ দিয়ে পেছন থেকে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মামুনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।  

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, আসামি খোকনকে গ্রেফতার করতে রাত থেকেই অভিযান শুরু হয়েছে। নিহত যুবকের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।