ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

আদিতমারীতে ঘর-জমি পেলেন ৫৩ গৃহহীন পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
আদিতমারীতে ঘর-জমি পেলেন ৫৩ গৃহহীন পরিবার

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে পাকা ঘর ও জমি পেলেন ৫৩ গৃহহীন পরিবার।  

বৃহস্পতিবার (২১ জুলাই) জমির দলিল ও ঘরের চাবি নিয়ে আদিতমারী উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

জানা গেছে, সারা দেশের মতো তৃতীয় ধাপের দ্বিতীয় পর্যায়ে ১ হাজার ১৮৪টি ভূমিহীন পরিবারকে জনপ্রতি দুই শতাংশ জমির দলিল ও পাকা ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। দীর্ঘ দিনের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমিসহ পাকা ঘর পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সুফলভোগীরা। জেলার পাঁচটি উপজেলায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর এ উপহার তুলে দেন প্রশাসনের কর্মকর্তারা।

দীর্ঘ দিনের স্বপ্ন পূরণে মুজিব শতবর্ষে পাকা ঘর পেয়ে আদিতমারী উপজেলার সুফলভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করতে বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে বিশেষ প্রার্থনা করেন।  

এ সময় উপজেলা প্রশাসনের সর্বস্থরের কর্মকর্তারা অংশ নেন। অন্যের মধ্যে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি আর সারোয়ার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মফিজুল ইসলাম প্রমুখ।  

এ উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ৫৩ জনকে এ উপহার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।