ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে বিদেশি মদসহ আটক ৪

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
শ্রীমঙ্গলে বিদেশি মদসহ আটক ৪ আটক চার জনসহ বিদেশি মদ। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ৪ বোতল বিদেশি মদসহ চার জনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ূন কবিরের নেতৃত্বে একদল পুলিশ সদস্য শুক্রবার (২২ জুলাই) দিনগত রাতে শ্রীমঙ্গল উপজেলার ৬ নম্বর আশীদ্রোন ইউনিয়নের কালীঘাট চা বাগানের হোসনাবাদ (জঙ্গলবাড়ি) পাশে অবস্থান নেন।

পরে আনকার মিয়ার লেবু বাগান সংলগ্ন রাস্তার ওপর অভিযান চালিয়ে ৪ বোতল বিদেশি মদসহ ৪ জনকে আটক করা হয়। এ সময় একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

আটকরা হলেন- মানিক নায়েকের ছেলে মিন্টু নায়েক (৩২), সুধাম হাজরার ছেলে বিকাশ হাজরা (২৩), স্বপন হাজরার ছেলে ঝুলন হাজরা (২০) ও ধীরু হাজরার ছেলে কিশোর হাজরা।

শনিবার (২৩ জুলাই) শ্রীমঙ্গল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ূন কবির জানান, উক্ত বিষয়ে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
বিবিবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।