ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

বিজয়নগরে ট্রাক চাপায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
বিজয়নগরে ট্রাক চাপায় নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক চাপায় দু’জন নিহত হয়েছেন।

বুধবার (২৭ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শশই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার মৃত সুজাত আলীর ছেলে মিজানুর রহমান (৬০) ও চাঁদপুর জেলা সদরের জাফরাবাদ এলাকার জয়নাল আবেদীনের ছেলে মহিম উদ্দিন (৩৯)।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু জানান, সকালে ঢাকাগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার ট্রলিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকা স্বজনদের কাছে মরদেহ দু’টি হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।