ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

বোনকে নির্যাতনের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
বোনকে নির্যাতনের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ছোট বোনকে নির্যাতন করার প্রতিবাদ করায় হাশেম মোল্লা নামে একজনকে ছুরিকাঘাত করে পালিয়েছে তার বোনের স্বামী।

মঙ্গলবার দিবাগত রাতে ফতুল্লার চর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

রাতেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হাশেম মোল্লাকে (৫০) মৃত ঘোষণা করেন। নিহত হাশেম মোল্লা চর কাশিপুর এলাকার মৃত. নূর হোসেনের ছেলে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা জানান, হাশেম মোল্লার ছোট বোন পুষ্পাকে বিয়ে করেন একই এলাকার জলিল মিয়ার ছেলে আল আমিন। তাদের ৩টি পুত্র সন্তান আছে। বিয়ের পর থেকে প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন আল আমিন। এ নিয়ে একাধিকবার বিচার সালিশ হয়েছে। কয়েকদিন আগেও তাদের নিয়ে সালিশ হয়েছে।

মঙ্গলবার রাতে আল আমিন তার স্ত্রী পুষ্পাকে আবারও মারধর করেন। বিষয়টি পুষ্পার ভাই হাশেম মোল্লা জানতে পেরে প্রতিবাদ করেন। এতে আল আমিন ক্ষিপ্ত হয়ে হাশেম মোল্লার বুকে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যান। প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাশেম মোল্লার মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, এ ঘটনায় নিহতের ছোট ভাই জামাল হোসেন বাদী হয়ে মামলা করেছেন। আল আমিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।