ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

গাজীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
গাজীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত ফাইল ছবি

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে নুরনাহার বেগম (৩৬) নামে এক নারী যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন যাত্রী।

 

বুধবার (২৭ জুলাই) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরনাহার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিরাজপুর এলাকার আলী হোসেনের স্ত্রী।

আহতরা হলেন- স্থানীয় বাসিন্দা মো. তৌহিদুল ইসলাম (৩২), সালমা বেগম (২৫), হারেজ আলী (২২) ও সরোয়ার (৩০)।  

হতাহতরা স্থানীয় ভাওয়াল মির্জাপুর তালতলী এলাকার ওয়ান কম্পোজিট কারখানার শ্রমিক বলে জানা গেছে।  

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইবনে সাউদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, যাত্রী নিয়ে একটি অটোরিকশা তালতলী এলাকায় ওয়ান কম্পোজিট কারখানায় যাচ্ছিল। পথে পিরুজালী মধ্যপাড়া এলাকায় এলে অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী নুরনাহার নিহত হন এবং আহত হন চারজন। হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। ময়নাতদন্তের জন্য নিহত নারীর মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২ 
আরএস/এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।