ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

নদীতে ভাসছিল শিশুর অর্ধগলিত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
নদীতে ভাসছিল শিশুর অর্ধগলিত মরদেহ প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মহাসিং নদীতে ভাসমান অবস্থায় এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

তাৎক্ষণিকভাবে শিশুটির নাম–পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, তিন-চারদিন আগে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শরীরে পচন ধরায় তাকে চেনা যাচ্ছে না। তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। নদীতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে, না কি কেউ তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বাংলানিউজকে বলেন, স্থানীয় কাদিপুর গ্রামের লোকজন মহাসিং নদীর তীরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। শিশুটির মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।   ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।