ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

সেনবাগে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
সেনবাগে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু ফাইল ছবি

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগে বজ্রপাতে জিয়াউল হক (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক ব্যক্তি।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মইশাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিয়াউল হক পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার অম্বর নগর গ্রামের আবুল কাশেমের ছেলে।  

আহত ব্যক্তির নাম শহীদ (৩৫)। তিনি ওই ওয়ার্ডের মইশাই গ্রামে দর্জি বাড়ির সুজনের ছেলে।

ডুমুরুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শওকত হোসেন কানন বাংলানিউজকে জানান, কয়েক মাস আগে থেকে জিয়াউল হক শ্বশুর বাড়িতে আছেন। কিছু দিনের মধ্যে তার প্রবাসে যাওয়ার কথা ছিল। এজন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু বৃহস্পতিবার বিকেলের দিকে জিয়াউল শ্বশুর বাড়ির একটি পরিবারের রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন। কাজ শেষে বিকেল ৫টার দিকে তিনি মাঠ থেকে গরু আনতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তখন রাজমিস্ত্রি শহীদ জিয়াউল হককে গিয়ে স্পর্শ করলে তিনিও অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে তার স্বজনরা উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বাংলানিউজকে জানান, বিষয়টি শুনেছি। বিষয়টি কেউ থানাকে অবহিত করেননি।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।