ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
বাগেরহাটে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু ফাইল ছবি

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে ইয়ামিন নামে দুই বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  

শনিবার (৩৯ এপ্রিল) সকালে উপজেলার মোংলা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের কবরস্থান রোডের দিগন্ত প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত ইয়ামিন দিগন্ত কলোনি এলাকার বাবুল হোসেনের ছেলে।

৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জি এম আল-আমিন বাংলানিউজকে জানান, সকালে শিশুটি বাড়ির উঠানে খেলতে খেলতে বাড়ির লোকদের অগোচরে পাশের স্কুলের নির্মাণাধীন সেপটিক ট্যাংকিতে পড়ে যান। বৃষ্টির কারণে সেখানে ওই খোলা ট্যাংকে পানি জমে। অনেকক্ষণ ধরে তাকে না দেখায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে সেপটিক ট্যাংকের পানি থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ বাংলানিউজকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।