ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

কালিহাতীতে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
কালিহাতীতে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু প্রতীকী ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে হাসান মণ্ডল (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দু’জন।

 

রোববার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ঘড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত হাসান ভূঞাপুর ইব্রাহীম খাঁ মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। তিনি ওই উপজেলা ঘড়িয়া গ্রামের হুরমুজ আলী মণ্ডলের ছেলে।   আহত দু’জনের নাম-পরিচয় জানা যায়নি।

নারান্দিয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান মাসুদ তালুকদার বাংলানিউজকে জানান, কলেজছাত্র হাসান তার বন্ধুদের সঙ্গে ঘড়িয়া পূর্বপাড়া চকে বৃষ্টির মধ্যে ফুটবল খেলছিলেন। এ সময় বজ্রপাতে আহত হয় হাসান। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।