ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ফেনীতে ১৫৭ বন্য পাখি উদ্ধার, একজন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
ফেনীতে ১৫৭ বন্য পাখি উদ্ধার, একজন আটক

ফেনী: ফেনী পৌর এলাকার চাড়িপুর থেকে বিভিন্ন প্রজাতির ১৫৭টি বন্য পাখি উদ্ধার করেছে জেলা পুলিশ। এ সময় আতাহার আলী শিকদার (৪২) নামে এক জনকে আটক করা হয়েছে।

 তিনি খুলনা জেলার সোনাডাঙা থানার হাফিজ নগর এলাকার মৃত দীল মোহাম্মদের ছেলে।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী পৌর এলাকার চাড়িপুর দুলাল মিয়ার কলোনিতে অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে পাখিগুলো উদ্ধার করা হয়েছে। এ সময় এক জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি দেশের বিভিন্ন জেলা থেকে পাখি ধরে এনে বিক্রির জন্য দুলাল মিয়ার কলোনিতে রেখেছিল।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, উদ্ধার পাখিগুলোর মধ্যে রয়েছে- ৪০ টি চন্দন টিয়া, ৫টি হিরামন, ১০৫ টি মুনিয়া, ১টি শালিক ও ৭টি দেশি টিয়া। পাখিগুলো ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইকোপার্ক কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযান পরিচালনা করেছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২ 
এসএইচডি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।